আম কুড়াতে গিয়ে মাটিচাপায় গৃহবধূর মৃত্যু

 আম কুড়াতে গিয়ে মাটিচাপায় গৃহবধূর মৃত্যু

প্রথম নিউজ, ভোলা : ভোলায় আম কুড়াতে গিয়ে পুকুরের পাড় ধসে মাটিচাপায় জান্নাত বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাঁচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রামকেশব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত বেগম উপজেলার সাঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মো. রুবেল হোসেনের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, জান্নাত বেগম বেশ কিছু দিন ধরে দুই সন্তান নিয়ে তার বাবার বাড়িতে রয়েছেন। সকালের দিকে পুকুর পাড়ের আম গাছের আম পেড়ে তা কুড়াতে গেলে পুকুরের পাড় ভেঙে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে স্থানীয়রা ছুটে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।