‘আমার পদ্ম ফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে’

‘আমার পদ্ম ফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন নায়িকা নিজেই। ছেলেকে পদ্ম ফুল উল্লেখ করে পরীমণি লিখেছেন, ‘আমার পদ্ম ফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ।’

এরপর সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘আপনারা সবাই আমার পদ্মকে কতো ভালোবাসেন! ও বড় হলে আমি সবার কথা বলবো একদিন। এর আগে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি-শরিফুল রাজের ছেলে রাজ্য। এসময় এক ফেসবুক স্ট্যাটাসে পরী লেখেন, ‘বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।’

এরপর থেকেই ভক্ত-অনুরাগীরা ছোট্ট এই শিশুর সুস্থতা কামনা করেন। সেই সঙ্গে রাজ্যর বাবা শরিফুল রাজের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেন। কারণ ছেলের অসুস্থতার খবরেও নিরব ছিলেন বাবা শরিফুল রাজ। রাজ্যর পাশে দেখা মেলেনি তার। 

এ নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে তখনই মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে ফেসবুকে ছেলে রাজ্যর একটি ভিডিও পোস্ট করেন শরিফুল রাজ। ২৫ সেকেন্ডের সেই ভিডিওতে ছোট্ট রাজ্যকে গাড়ির সামনের অংশে খেলতে দেখা গেছে।

ছেলেকে উদ্দেশ্য করে ক্যাপশনে লেখেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছে করছে। তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে, অনেক।’

এরপরই পরীমণিকেও উদ্দেশ্য করেও বার্তা দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আম্বাকে একশ কোটি চুমু দিও।’ কয়েকদিন আগেই পরী জানিয়েছিলেন, তাকে ‘আম্বা’ বলে ডাকেন রাজ্য। যার অর্থ দাড়ায়, ছেলের মাধ্যমে স্ত্রীকে উড়ু চুমু পাঠালেন রাজ।