আমাদের আন্দোলন শেখ হাসিনা সরকারের পতনের: গয়েশ্বর
প্রথম নিউজ, জয়পুরহাট: সরকার পতন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে সর্বত্র সংঘটিত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, খুব শিগগির আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের ডাক দেবেন। সেই আন্দোলনকে সফল করতে আপনারা প্রস্তুতি নিন। আপনাদের ঘরে ঘরে, পাড়া-মহল্লায় সংঘটিত হতে হবে।
আজ শুক্রবার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এই সমাবেশে আসার সময় নেতাকর্মীদের পথে পথে বাধা দেওয়া হয়েছে স্থানীয় নেতাদের অভিযোগের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা এখানে আজ লাখের অধিক নেতাকর্মী জমায়েত হয়েছেন। আপনাদের বলব, বাধা আসলে আপনাদের পাল্টা বাধা দিতে হবে। আমাদের মার খাওয়ার জন্য শুধুমাত্র জন্ম হয়নি, নির্যাতিত হওয়ার জন্ম হয়নি। আমাদের নেতা বলেছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, তুমি যদি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, পুলিশ রাষ্ট্রের কর্মচারী, তাদেরকে বলব, আপনারা জনগনের কাজে বাধা দেবেন না।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া প্রসঙ্গে টেনে বিএনপির এ নেতা বলেন, উন্নত চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার মৌলিক অধিকার। এটা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। সরকারকে বলব, অবিলম্বে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যদি বিনা চিকিৎসায় মারা যায় তার দায় সরকারকে বহন করতে হবে।
তিনি বলেন, ফাঁসির আসামী জামিন পায়। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়া কেন জামিন পাবেন না? মূলত, একজন ব্যক্তির বাধার কারণে খালেদা জিয়া উন্নত চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। তার নাম শেখ হাসিনা।
সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রায় মন্ত্রীরা বলে থাকেন আমাদের মাথা পিঁছু আয় বেড়েছে। কিন্তু সরকারকে বলব, মাথা পিঁছু কত টাকা ঋণ বেড়েছে? এ কথাও তো জনগণের জানা উচিত।
সমাবেশ স্থলে উপস্থিত নেতাকর্মীদের স্লোগান প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, এই সরকার ভোট চোর, এই সরকার মা-বোনের সম্ভ্রম হানি করেছে, খুন, গুম, হামলা, মামলা কোনো কিছুই বাদ রাখেনি।
জেলা বিএনপির আহ্বায়ক শামছুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, কৃষক দলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এমপি, মহিলা দলের জাহান পান্না, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের নুসরাত এলাহী রিজভীসহ স্থানীয় নেতারা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: