আবারও ব্যাংকক গেলেন রওশন এরশাদ

আজ মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি

আবারও ব্যাংকক গেলেন রওশন এরশাদ

প্রথম নিউজ, ঢাকা: সংসদের বাজেট অধিবেশনে অংশ নিতে চিকিৎসার মাঝপথে দেশে এসেছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। দেশে আট দিন থেকে আবারও চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন তিনি।

আজ মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। সঙ্গে আছেন ছেলে রাগিব আল মাহী সাদ এরশাদ ও তার স্ত্রী মহিমা সাদ।   এর আগে দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে তাকে বিদায় জানান জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।

গত ২৭ জুন দেশে আসেন রওশন এরশাদ। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ওয়েস্টিনে ওঠেন। এ সময় একদিন সংসদে বাজেট অধিবেশনে অংশ নেন তিনি। সংসদ অধিবেশনে যোগ দিলে চেয়ার থেকে উঠে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom