আপস করলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতো: সালাম

আপস করলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতো: সালাম

প্রথম নিউজ, ঢাকা : বিএনপি নেতা গোলাম রসুল শামীমের বাসায় যান ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম
জনগণ ছাড়া আর কারও সঙ্গে বিএনপি আপস করে না বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

তিনি বলেন, ‘বিএনপি যদি আপস করতো তাহলে অনেক আগেই রাষ্ট্র ক্ষমতায় আসতো। বিএনপি কারও সঙ্গে আপস করে না, আপস করে জনগণের সঙ্গে। জনগণই আমাদের শক্তি। জনগণকে নিয়েই আমরা এই স্বৈরশাসকের পতন ঘটাবো ইনশাআল্লাহ।’মঙ্গলবার (১৪ মে) বিকেলে কারাবন্দি বিএনপি নেতা ও ৫৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুল শামীমের বাসায় তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। প্রভু রাষ্ট্রের দাসত্বে বিশ্বাস করে না। ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। আওয়ামী লীগ বিচার ব্যবস্থা ধ্বংস করেছে।’তিনি বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্রের কথা বলে। ষড়যন্ত্র কারা করে জাতি তা জানে। ২১ আগস্ট ষড়যন্ত্র হয়েছিল। ষড়যন্ত্র না হলে পূর্বনির্ধারিত মুক্তাঙ্গনের জনসভা হঠাৎ পরিবর্তন করে কেন দলীয় কার্যালয়ের সামনে গেলেন? ৩০ মে জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়েও ষড়যন্ত্র হয়েছিল। ১/১১ সময়ে গণতন্ত্র হরণকারী সেনা সমর্থিত সরকারের সঙ্গে ষড়যন্ত্র করেই এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল।’এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক কামাল হোসেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল হক, ৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি শাহজাহান সেলিম, কামরাঙ্গীরচর থানা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আরমান, থানা ছাত্রদলের সভাপতি মাহমুদুল্লাহ প্রমুখ।