আটা-পিয়াজের দাম আরও বাড়লো, চালের দামও বাড়তি

আটা-পিয়াজের দাম আরও বাড়লো,  চালের দামও বাড়তি
আটা-পিয়াজের দাম আরও বাড়লো, চালের দামও বাড়তি

প্রথম নিউজ, অনলাইন: আবারো বেড়েছে আটা ও ময়দার দাম। প্যাকেট আটার দাম প্রতি কেজি ৬৮ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়েছে। আর প্যাকেট  ময়দা বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজি দরে। গত সপ্তাহে এই ময়দার দাম ছিল ৮০ টাকা কেজি। একইভাবে দেশি  পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা এবং একটু ভালোমানের পেঁয়াজ ৫০ টাকা থেকে বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।  এদিকে বাজারে নতুন ধানের চাল আসতে শুরু করলেও কমছে না দাম। বাজার ঘুরে দেখা গেছে, এখন প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ এবং বিআর-২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা দরে। এ ছাড়া মোটা চালের মধ্যে পায়জাম ৫৮ থেকে ৬০ এবং গুটি স্বর্ণা ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে পোলাও চালের। খুচরা ব্যবসায়ীরা জানান, খোলা প্রতি কেজি পোলাও চাল ১৪০ থেকে ১৫০ এবং প্যাকেটজাত প্রতি কেজি চাল ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।  রমজান মাস ঘনিয়ে আসায় দাম বেড়েছে ছোলার। গত সপ্তাহে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া ছোলা এই সপ্তাহে ৯০ টাকায় বিক্রি হয়েছে।

এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল ১৩০ থেকে ১৪০ টাকা, আমদানি করা রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায়। আমদানি করা আদার কেজি ১৮০ থেকে ২২০ টাকা, দেশি আদার কেজি ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ওদিকে সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে টমেটো, শিম, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, গাজরের দাম। সবজি ব্যবসায়ীরা জানান, মাঝারি আকারের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৩০ টাকা, ছোট আকারের প্রতি পিস ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও ১২০ টাকায় বিক্রি করা টমেটোর দাম এখন ৭০ থেকে ৮০ টাকা। প্রতি কেজি বিচিওয়ালা শিম ৬০ টাকা, পাতলা শিমের কেজি ৩০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়াও, পেঁপের কেজি ২০ টাকা, লম্বা বেগুনের কেজি ৪০ টাকা, গোল বেগুন বা তাল বেগুনের কেজি ৬০ টাকা। কমে এসেছে নতুন আলুর দামও। সপ্তাহের ব্যবধানে নতুন আলুর দাম কেজিপ্রতি প্রায় ৩০ টাকা কমে এখন ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে পুরাতন আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি।

 এদিকে জালি কুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, মুলার কেজি ২৫ থেকে ৩০ টাকা, শসার কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, করলার কেজি মানভেদে ৬০ থেকে ৭০ টাকা, কাঁচকলা প্রতি হালি ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি গাজর কেজিতে ২০ টাকা কমে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।  অপরদিকে কেজিতে ৫ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫৫ টাকায়। ফার্মের ডিমের দাম হালিতে কমেছে ২ টাকা। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকা। প্রতিটি ডিম ১০ টাকা আর ডজন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিম প্রতিটি ১৮ টাকা, হালি ৭০ টাকা এবং ডজন ২১০ টাকায় বিক্রি হচ্ছে।

 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom