আগামী ৩ মাস সুন্দরবনে মাছ আহরণ ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ

সুন্দরবনে আজ থেকে ৩১শে আগস্ট পর্যন্ত মাছের প্রজনন মৌসুম ৩ মাস সব নদ-নদী ও খালে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ

আগামী ৩  মাস সুন্দরবনে মাছ আহরণ ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ
আগামী ৩ মাস সুন্দরবনে মাছ আহরণ ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ

প্রথম নিউজ, অনলাইন : সুন্দরবনে আজ থেকে ৩১শে আগস্ট পর্যন্ত মাছের প্রজনন মৌসুম ৩ মাস সব নদ-নদী ও খালে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এই ৩ মাস সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপশি সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এই সময় সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাশ দেয়া বন্ধ করছে বন বিভাগ। সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ২০১৯ সাল থেকে বন বিভাগ এই বনে প্রতিবছর ১লা জুলাই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত ২ মাস সব নদী-খালে মাছ আহরণ বন্ধ থাকে। এ বছর তা আরও এক মাস বাড়ানো হয়েছে। সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার বাংলাদেশ অংশে জলভাগের পরিমান ১৮শ’ ৭৪.১ বর্গকিলোমিটার। যা সমগ্র সুন্দরবনের আয়তনের ৩১.১৫ ভাগ। সুন্দরবনের জলভাগকে বলা হয় মৎস্য সম্পদের ভাণ্ডার। সুন্দরবনের জলভাগে ২১০ প্রজাতির সাদামাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া, ৪৩ প্রজাতির মালাস্কা ও ১ প্রজাতির লবস্টার রয়েছে। জুন থেকে আগস্ট এই ৩ মাস মাছের প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী-খালে থাকা বেশিরভাগ মাছই ডিমওয়ালা।

এ সময় মাছ ধরা বন্ধ থাকলে সুন্দরবনের নদী-খালে যেমন মাছ বৃদ্ধি পাবে, তেমনি অন্যান্য প্রাণি, উদ্ভিদসহ সব জীবের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে জানিয়েছে সুন্দরবন বিভাগ। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানেলের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে সুন্দরবন বন বিভাগ প্রতিবছর ১লা জুলাই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত গোটা সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। এবারো মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই সময় আরও এক মাস বাড়িয়ে ১লা জুন থেকে ৩১শে আগস্ট পর্যন্ত করেছে বন মন্ত্রণালয়। এই ৩ মাস সুন্দরবনের সব নদী-খালে মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস-পারমিট। এ সময় মাছ ধরা বন্ধ থাকলে সুন্দরবনের নদী খালে মাছ বৃদ্ধি পাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom