আইপিএলে আজ দুই ম্যাচ, তিন দলের প্রথম জয়ের মিশন

আইপিএলে আজ মাঠে গড়াবে দুইটি ম্যাচ

 আইপিএলে আজ দুই ম্যাচ, তিন দলের প্রথম জয়ের মিশন
আইপিএলে আজ দুই ম্যাচ, তিন দলের প্রথম জয়ের মিশন -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আইপিএলে আজ মাঠে গড়াবে দুইটি ম্যাচ। ভিন্ন ভিন্ন এ দুই ম্যাচে প্রথম জয়ের খোঁজে নামবে তিনটি দল। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল ৪টায় দিনের প্রথম ম্যাচে লড়বে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।

পরে রাত ৮টায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই চার দলের মধ্যে শুধুমাত্র ব্যাঙ্গালুরু পেয়েছে জয়ের দেখা। তিন ম্যাচে তাদের জয় দুইটি।

অন্যদিকে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেও জয়ের খাতা খুলতে পারেনি আইপিএলের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই। আজ প্রথম জয়ের খোঁজে ড্যানিয়েল স্যামসের জায়গায় ফ্যাবিয়েন অ্যালেনকে নিয়ে নামতে পারে রোহিত শর্মার দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড উইলি, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্শাল প্যাটেল, ভানিন্দু হাসারাঙ্গা, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, দেওয়াল্ড ব্রেভিস, কাইরন পোলার্ড, ফাবিয়েন অ্যালেন, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, জাসপ্রিত বুমরাহ ও জয়দেব উনাদকাত।

এর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। অন্যদিকে হায়দরাবাদ হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গাইকদ, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা (অধিনায়ক), শিভাম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, ডোয়াইন প্রিটোরিয়াস, ক্রিস জর্ডান ও তুষার দেশপান্ডে।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মারক্রাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আব্দুল সামাদ, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, শ্রেয়াস গোপাল ও টি নাটরাজন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom