অবৈধ সম্পদ : স্ত্রীসহ ট্রাফিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
মঙ্গলবার (৯ মে) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে মামলা করেন।
প্রথম নিউজ, ঢাকা : বিপুল পরিমাণ অবৈধ সম্পদ উপার্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রামের সাবেক ট্রাফিক পরিদর্শক (টিআই) আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় তার স্ত্রী ফাতেমা বেগমকেও আসামি করা হয়।
মঙ্গলবার (৯ মে) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে মামলা করেন।
অভিযুক্ত আবুল কাশেম চট্টগ্রাম নগর পুলিশে কর্মরত ছিলেন। তিনি টিআই কাশেম নামে পরিচিত। সম্প্রতি তিনি অবসর গ্রহণ করেছেন। তার গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার আমজাদহাট এলাকায়। তার বাবার নাম মোশাররফ হোসেন। স্ত্রীকে নিয়ে টিআই কাশেম নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী চুনা ফ্যাক্টরি রোডে থাকেন।
দুদক জানায়, অভিযুক্ত টিআই কাশেম অবৈধভাবে ৬০ লাখ ৬৯ হাজার ৯৫৯ টাকা উপার্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এছাড়া দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৫০ লাখ ৮০ হাজার ২২১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। আবার তার স্ত্রী ফাতেমা বেগম চৌধুরী অবৈধভাবে এক কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা উপার্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৪৮ লাখ ১১ হাজার ৯৭৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।
দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা টিআই কাশেম ও তার স্ত্রী দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের জন্য গত ৩০ এপ্রিল দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়া গেছে।