অবৈধ ফ্যাসিস্ট সরকারকে হঠাতে রাজপথের আন্দোলনই একমাত্র সমাধান : টুকু

তিনি বলেন, শ্রীলংকার পরিণতির দিকে এগোচ্ছে বাংলাদেশ।

অবৈধ ফ্যাসিস্ট সরকারকে হঠাতে রাজপথের আন্দোলনই একমাত্র সমাধান : টুকু
বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রথম নিউজ, খুলনা: বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। তবে আমরা দেশ চালাব সবাইকে নিয়ে।

আজ বুধবার খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় বিএনপির তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক এই মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, অবৈধ, ফ্যাসিস্ট, জালেম সরকার রাষ্ট্রক্ষমতায়। তাদেরকে হঠাতে রাজপথের আন্দোলনই একমাত্র সমাধান।

বুধবার দুপুরে খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় রেল লাইন সংলগ্ন দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে ফুলবাড়িগেট জনতা মার্কেট চত্বরকে কর্মসূচি পালনের জন্য নির্ধারণ করা হলেও পুলিশ প্রশাসনের বাধা ও হুমকির মুখে তা পণ্ড হয়ে যায়।

কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনারা ইউনিফর্ম পরেন। সরকারের পেটোয়া বাহিনীর মতো আচরণ করবেন না। সারাদেশে আমিসহ ৩৫ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা যদি সিদ্ধান্ত নিই, আগামীকাল থেকে আর আদালতে যাবোনা, রাজপথে মোকাবেলা করব, তখন কিন্ত শরীরের ইউনফির্ম রক্ষা করতে পারবেন না।

ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, যে আদর্শ-উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল তার সবকিছু আজ ভূলুণ্ঠিত হয়েছে। এই সরকার মুক্তিযুদ্ধ নিয়ে কান্নাকাটি করে, কিন্ত মুক্তিযোদ্ধাদের সম্মান করতে জানে না। তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে দেশের অনেক মানুষ এখন দুই বেলা খেতে পারছে না। বাজারে জিনিসপত্রের গায়ে হাত দেওয়া যায় না। শ্রীলংকার পরিণতির দিকে এগোচ্ছে বাংলাদেশ। এই সরকারের লুটেরা মন্ত্রী-এমপিরা দেশের সম্পদ লুট করে কানাডার বেগমপাড়ায় পাঠাচ্ছে।

খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক কমিটির আহ্বায়ক আবুল কালাম জিয়ার সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান বাবুল, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ তৈয়েবুর রহমান প্রমুখ। 

থানা সাংগঠনিক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আব্দুস সালাম ও আলমগীর হোসেন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom