৬ মামলায় জামিন সাবের হোসেনের

প্রথম নিউজ, অনলাইন: সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ৬ মামলায় জামিনের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। ২০২২ সালের ডিসেম্বরে ঢাকার পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ডে ছিলেন সাবের হোসেন চৌধুরী। রিমান্ডকালে অসুস্থ বোধ করায় তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরপর তার আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন ৬টি মামলায় জামিন চেয়ে পৃথক আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।