৫০ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়।
প্রথম নিউজ, অনলাইনক : এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায়, দেশের মোট ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেননি। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। ফলাফলে বলা হয়েছে, দেশের মোট ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থী। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন এবং ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর এইচএসসি পরীক্ষায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।