৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সাকিবের লিগ্যাল নোটিশ
প্রথম নিউজ, ডেস্ক : টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ, ছবি ব্যবহার করার অভিযোগে দুই প্রতিষ্ঠানের কাছে পাঁচ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। আজ রোববার সাকিব আল হাসানের পক্ষে ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান। উকিল নোটিশ অনুযায়ী, ক্ষতিপূরণের জন্য দুটি প্রতিষ্ঠানকে সাত দিনের সময় দিয়েছেন সাকিব। এর মধ্যে, ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে আশরাফুল হাদী বলেছেন, ‘২০১৬ সালেই সাকিবের সঙ্গে বাংলালিংকের চুক্তি শেষ। আর যমুনা ব্যাংকের সঙ্গে কোনো চুক্তিই করেননি তিনি। অথচ সাকিবের ছবি তারা তাদের এটিএম বুথসহ বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। এটিএম বুথে ছবি দেখে এসব সাকিবকে বিভিন্ন জন পাঠায়। এর পর সাকিব আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।’
ক্ষতিপূরণের পরিমান জানিয়ে সাকিবের আইনজীবি বলেন, ‘দুই প্রতিষ্ঠানের কাছে আমাদের ক্ষতিপূরণের পরিমান পাঁচ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা। নির্ধারিত সময়ে ক্ষতিপূরণ না দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews