৩২ স্বর্ণের বার উদ্ধার : ইমামের জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

 ৩২ স্বর্ণের বার উদ্ধার : ইমামের জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

প্রথম নিউজ, ঝিনািইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৩২ পিস স্বর্ণের বারসহ গ্রেপ্তার  ইমাম হুসাইনকে (৩০) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন জানান, বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। 

গত বছরের ২২ অক্টোবর সকালে ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বি.কে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। ইমাম হুসাইন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে মামলাটি করেন নায়েব সুবেদার মো.মাহবুব হোসেন। 

মামলার অভিযোগে বলা হয়, ২২ অক্টোবর টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোরের চৌগাছা এলাকা থেকে মোটরসাইকেলে স্বর্ণের বার ভারতে পাচার করা হবে, এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থান নেয় বিজিবি। পরে সন্দেহ হলে বিদ্যালয়ের সামনে ইমাম হোসেনকে তল্লাশি করে ৩২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ৩ কেজি ৭১৯ গ্রাম ওজনের জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৫৮৫ টাকা।

এ মামলায় গতকাল হাইকোর্ট তাকে জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।