৩ দিনে ঢাকা ছেড়েছেন ৫৩ লাখ মোবাইল সিম ব্যবহারকারী
শুক্রবার এক ফেসবুক পোস্টে ১৮ থেকে ২০ এপ্রিল ঢাকায় যাওয়া-আসা মানুষের তথ্য প্রকাশ করেন মন্ত্রী।
প্রথম নিউজ, অনলাইন: মঙ্গলবার থেকে তিন দিনে সাড়ে ৫৩ লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন। শুক্রবার এক ফেসবুক পোস্টে ১৮ থেকে ২০ এপ্রিল ঢাকায় যাওয়া-আসা মানুষের তথ্য প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, এই সময়ে ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ টি সিম ঢাকা ছেড়ে গেছে। বিপরীতে ঢাকায় এসেছে ১৯ লাখ পাঁচ হাজার ৯০২টি। প্রসঙ্গত, এ সংখ্যা গত বছরের তুলনায় কম। গত বছর ঈদুল আজহার আগে দুই দিনেই চারটি মোবাইল কোম্পানির প্রায় ৬৬ লাখ সিম রাজধানী ছেড়ে যায়।এই সিমের হিসাব করে মানুষের ঢাকা ছাড়ার প্রকৃত হিসাব অবশ্য পাওয়া সম্ভব নয়। কারণ, অনেক ক্ষেত্রে একজন মানুষ একাধিক সীম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক সদস্য মোবাইল ব্যবহার করেন না।