২৬ বছর বয়সেই মন্ত্রী
সুইডেনের পরিবেশমন্ত্রী হয়েছেন ২৬ বছর বয়সী রোমানিয়া পৌরমোখতারি
সুইডেনের পরিবেশমন্ত্রী হয়েছেন ২৬ বছর বয়সী রোমানিয়া পৌরমোখতারি। দেশটির মন্ত্রিসভার সদ্যস্যদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) নবনির্বাচিত প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সনের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে থেকে রোমানিয়াকে মনোনীত করা হয়েছে। ২৬ বছর বয়সী রোমানিয়া এতদিন লিবারাল পার্টির যুব সংগঠনের প্রধান ছিলেন। এর আগে পরিবেশ সংক্রান্ত কোনো দায়িত্ব পালন করেননি তিনি।
স্টকহোমের একটি ইরানি পরিবারে জন্ম রোমানিয়ার। এর আগে সুইডেনের সর্বকনিষ্ঠ মন্ত্রীর বয়স ছিল ২৭ বছর। তার রেকর্ড ভেঙে দিলেন রোমানিয়া।
শুক্রবারই সুইডেনের জোট সরকার ক্ষমতায় আসে। ডেমোক্র্যাটদের সমর্থনে এ জোট সরকারকে নেতৃত্ব দিচ্ছেন ক্রিস্টার্সন। মঙ্গলবার মন্ত্রিসভা ঘোষণার সময় ক্রিস্টার্সন একটি নতুন মন্ত্রী পদ ঘোষণা করেন। রাশিয়ার সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এদিন অসামরিক প্রতিরোধ ব্যবস্থা নামক নতুন পদ নিয়ে আসা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews