টুইটারে সমালোচনা করায় সৌদিতে মার্কিন নাগরিকের ১৬ বছর জেল
টুইটারে সরকারের সমালোচনা করার অভিযোগে সৌদি আরবে গ্রেফতার এক মার্কিন নাগরিককে ১৬ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত
প্রথম নিউজ, ডেস্ক : টুইটারে সরকারের সমালোচনা করার অভিযোগে সৌদি আরবে গ্রেফতার এক মার্কিন নাগরিককে ১৬ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির ছেলে ইব্রাহিম আলমাদি বিষয়টি নিশ্চিত করেছেন।
৭২ বছর বয়সী সাদ ইব্রাহিম আলমাদির সৌদি নাগরিকত্বও রয়েছে। তিনি তার পরিবারকে দেখতে ফ্লোরিডা থেকে রিয়াদে যাওয়ার পর গত নভেম্বরে গ্রেফতার হন। মার্কিন সরকারি পরামর্শের বিরুদ্ধে গিয়ে তার ছেলে প্রথমবারের মতো প্রকাশ্যে এ কথা বলেছেন।
ইব্রাহিম আলমাদি বলেন, তিনি তার বাবাকে কারাগারে মরতে দেখতে চান না। তিনি অভিযোগ করেন যে সাদকে সৌদি কর্তৃপক্ষ গ্রেফতারের পর থেকে এমন পরিস্থিতিতে রাখে যা নির্যাতনের সামিল।
রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা এবং সন্ত্রাসবাদকে সমর্থন ও অর্থায়নের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে সাদ ইব্রাহিম আলমাদিকে।
ইব্রাহিম আরও বলেছেন যে আদালতে শেষ পর্যন্ত পেশ করা একমাত্র প্রমাণ ছিল ১৪টি টুইট। বিবিসি সে টুইটগুলো দেখেছে, তাতে মক্কা এবং জেদ্দা শহরের পুরোনো অংশ ভেঙে ফেলার সমালোচনা, রাজ্যে দারিদ্র্য নিয়ে উদ্বেগ এবং সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনা উল্লেখ রয়েছে।
তিনি বলেন, প্রসিকিউটররা তাকে সর্বোচ্চ ৪২ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন করেন। দুই সপ্তাহ আগে, সাদ ইব্রাহিম আলমাদিকে ১৬ বছরের কারাদণ্ড এবং পরবর্তী ১৬ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
যদিও ইব্রাহিম গ্রেফতার হওয়ার পর থেকে তার বাবার সাথে কথা বলতে পারেননি। সৌদি আরবে থাকা পরিবারের সদস্যরা বলেছেন যে সাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে তাদের এবং তারা জানান যে তিনি ভালো আছেন।
বিবিসির কাছে এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার ছেলে ইব্রাহিম। তিনি তার বাবার মামলায় মার্কিন সরকারের পদক্ষেপ না নেওয়ারও সমালোচনা করেন। তিনি বলেন যে সৌদি আরবে মার্কিন কর্মকর্তারা তার গ্রেফতারের সময় থেকে তার বাবার সাথে মাত্র দুবার দেখা করেছেন। প্রথম সাক্ষাৎ করেন তাকে গ্রেফতার করার ছয় মাস পর।
ইব্রাহিম আরও অভিযোগ করেছেন যে তার হোয়াইট হাউজের সাথে সরাসরি যোগাযোগ করার প্রচেষ্টাও প্রত্যাখ্যান করা হয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন যখন গত জুলাই মাসে সৌদি আরব সফর করেন তখন তিনি প্রথম তার বাবার ঘটনা বিবিসিতে প্রকাশ করেন। ইব্রাহিম সে সময় সাদের নাম বা তার মামলার বিবরণ প্রকাশ করেননি। কিন্তু এখন তিনি তা করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বিবিসিকে বলেন যে, তিনি বিশ্বাস করেন সৌদি আরবের ওপর দ্বৈত নীতি রয়েছে যুক্তরাষ্ট্রের। তিনি আরও বলেছেন যে রাশিয়া বা ইরানে কোনও নাগরিককে আটক করা হলে মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। ‘কিন্তু যদি আপনাকে সৌদি আরবে আটকে রাখা হয়, তাহলে এক ব্যারেল তেলের মূল্য আপনার চেয়ে বেশি’।
প্রেসিডেন্ট বাইডেনের সৌদি আরব সফরের সময় সাদের মামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের একটি সূত্রকে জিজ্ঞাসা করা হলে বিবিসিকে তিনি বলেন যে বিদেশে মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য তিনি কোনো বড় দায়িত্বে নেই। এ বিষয়ে মন্তব্য করতে পারেন না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews