২৪ ঘণ্টাও বাড়ি ফেরেনি কিশোর মাহিন, বার বার মূর্ছা যাচ্ছেন মা

 ২৪ ঘণ্টাও বাড়ি ফেরেনি কিশোর মাহিন, বার বার মূর্ছা যাচ্ছেন মা

প্রথম নিউজ, ঝিনাইদহ : ঝিনাইদহে মোস্তফা মাহিন (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে না পেয়ে মা রেকসানা পারভিন বার বার মূর্ছা যাচ্ছেন। মাহিন গতকাল সোমবার (২৪ জুলাই) দুপুরে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও আর বাড়ি ফিরে আসেনি। 

মাহিনের বাবা লুৎফুল ইসলাম আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেন ।

পারিবারিক সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফুল ইসলাম ও রেকসানা পারভিন দম্পতির বড় ছেলে মোস্তফা মাহিন। সে ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। দুই ভাইবোনের মধ্যে মাহিন বড়। স্কুল ও কোচিংএ যাওয়া ছাড়া সে খুব একটা বাড়ি থেকে বের হয় না মাহিন। অন্যান্য দিনের মতো গতকালও নিজের সাইকেল নিয়ে কোচিংয়ে যায় সে। এরপর আর বাড়ি ফেরেনি। তার গায়ের রং উজ্জল শ্যমলা। উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি । গায়ে ছিল কাঠাল রংয়ের ফুল প্যান্ট ও ছাই রংয়ের হাফহাতা গেঞ্জি।

মাহিনের বাবা লুৎফুল ইসলাম জানান, আমরা পুরো পরিবার নিয়ে দুঃশ্চিন্তায় আছি। ওর মা অসুস্থ হয়ে পড়েছে। ছেলে বাড়ি না ফেরায় আমাদের নানারকম চিন্তা হচ্ছে। সব আত্মীয়-স্বজনদের বাড়ি ও হাসপাতালে খবর নেওয়া হয়েছে। আপনারা আমার ছেলেটাকে খুঁজে দেন। ওর তেমন বন্ধুও নেই। বেশিরভাগ সময় পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে। 

মাহিনের মা রেকসানা পারভিন কথা বলতে পারছেন না। তিনি শুধু অপলক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছেন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ডিউটি অফিসার সোনালী রানী জানান, এ বিষয়ে মাহিনের বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। পুলিশ কাজ শুরু করেছে । 

আব্দুল্লাহ আল মামুন/আরকে
অপহরণ