১৯০০ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক

আজ সোমবার (২২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

১৯০০ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক

প্রথম নিউজ, জয়পুরহাট: দিনাজপুরের হাকিমপুর উপজেলার নোয়াপাড়া এলাকা হতে ১ হাজার ৯০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা।  আজ সোমবার (২২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

আটক কারবারি হলেন, মোছা. নূর ছাফা (৪০)। তিনি হাকিমপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসাহাক আলীর স্ত্রী। অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম।

র‌্যাব জানায়, রোববার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুরের নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারসহ ওই নারী কারবারিকে আটক করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আটক নূর ছাফা দীর্ঘদিন ধরে এই মাদক অবৈধভাবে দিনাজপুরের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।