১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আটককৃত দম্পতি হলেন, নোয়াখালীর সেনবাগ এলাকার মো. ইউনুছ (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩১)।

১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

প্রথম নিউজ, ভোলা : ভোলা বাংলাবাজার সংলগ্ন চরফ্যাশন সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে আরও ২০০ গ্রাম গাঁজা, সই করা তিনটি ব্ল্যাঙ্ক চেক, তিনটি এটিএম কার্ড, চারটি মোবাইল ফোন ও আটটি সিম কার্ড জব্দ করা হয়।

বুধবার (১২ জুলাই) রাত সাড়ে ১২টায় ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট এম হাসান মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।আটককৃত দম্পতি হলেন, নোয়াখালীর সেনবাগ এলাকার মো. ইউনুছ (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩১)।

এম হাসান মেহেদী জানান, বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার বাংলাবাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় চরফ্যাশনের আঞ্জুরহাট থেকে আসা ভোলার ইলিশাগামী একটি অটোরিকশা তল্লাশি করে প্রায় ১০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর দায় স্বীকার করেছেন। রাতেই ভোলা মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়।