হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
হিলি পানামা পোর্ট অভ্যন্তরে স্বাভাবিক রয়েছে সব কার্যক্রম।
প্রথম নিউজ, দিনাজপুর: ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে হিলি পানামা পোর্ট অভ্যন্তরে স্বাভাবিক রয়েছে সব কার্যক্রম।
আজ বুধবার সকাল থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
জামিল হোসেন চলন্ত আরও বলেন, বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীদের পত্রের প্রেক্ষিতে আজ থেকে দুই মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল সকাল থেকে আবার যথারীতি নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও আমাদের হিলি পানামা পোর্ট অভ্যন্তরে ট্রাক থেকে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও অন্য দিনের মতো ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে চিকিৎসা নিতে যাওয়া পাসপোর্ট যাত্রীরা দেশে ফেরত আসতে পারবেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: