হ্যারি পটার খ্যাত অভিনেতা রবি কোলট্রেন আর নেই

হ্যারি পটার চলচ্চিত্রে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোলট্রেন আর নেই

 হ্যারি পটার খ্যাত অভিনেতা রবি কোলট্রেন আর নেই
 হ্যারি পটার খ্যাত অভিনেতা রবি কোলট্রেন আর নেই-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : হ্যারি পটার চলচ্চিত্রে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোলট্রেন আর নেই। তার বয়স হয়েছিল ৭২ বছর। এক বিবৃতিতে তার এজেন্ট বেলিন্ডা রাইট তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। বেলিন্ডা জানান, এ অভিনেতা স্কটল্যান্ডের ফলকির্কের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে তিনি কোন ধরনের অসুস্থতায় ভুগছিলেন সে সম্পর্কে জানা যায়নি।

রবি কোলট্রেনের এজেন্ট বেলিন্ডা রাইট কোলট্রেনকে অনন্য প্রতিভাধর অভিনেতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি সারা বিশ্বের শিশু এবং বয়স্কদের জন্য একইভাবে আনন্দ দিয়ে গেছেন।

রবি কোলট্রেনের আইটিভি গোয়েন্দা নাটক ক্র্যাকার এবং জেমস বন্ড চলচ্চিত্র গোল্ডেন আই এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ-এ অভিনয় করেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom