সালমানের জন্মদিনে রাস্তায় ভক্তদের ঢল
বলিউড তারকা সালমান খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাস্তায় নেমেছিলেন তার ভক্ত-অনুরাগীরা
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড তারকা সালমান খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাস্তায় নেমেছিলেন তার ভক্ত-অনুরাগীরা। দীর্ঘ ক্যারিয়ারে এখনও তিনি সমান জনপ্রিয়। সব শ্রেণির মানুষই তাকে পছন্দ করেন। তাই তো তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে রাস্তায় নেমেছিল ভক্তদের ঢল। সালমানের হেয়ার স্টাইল, পাশাপাশি তার রিস্টলেট, তার দাঁড়ানোর স্টাইল, বলতে গেলে বডি ল্যাঙ্গুয়েজ প্রায় সবই ফলো করেন ভক্তরা। তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে রাস্তায় মানুষের ঢল দেখে সালমান ভীষণ আনন্দিত হয়েছেন বলে জানা গেছে।
প্রিয় নায়কের জন্মদিনে বিভিন্ন বয়সী মানুষ শুভেচ্ছা জানাতে রাস্তায় নেমে এসেছেন। এদিকে সালমান খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। সালমানের জন্মদিন মানেই জমজমাট পার্টি, সেই পার্টিতে হাজির সোনাক্ষী সিনহা থেকে কার্তিক আরিয়ান। জাহ্নবী কাপুর থেকে পূজা হেগড়েসহ আরও অনেককেই দেখা গেল হাজির থাকতে। অন্যদিকে রাস্তায় ভক্তদের ঢল সালমানের এবারে জন্মদিনে অনন্য মাত্রা যোগ করেছে। সালমানের ব্যানার বানিয়ে এদিন হাজির হন সালমানের অসংখ্য ভক্তরা। সবমিলিয়ে ভালোই কাটল সালমানের জন্মদিন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews