সিরাজগঞ্জে মিছিলে নেতৃত্ব দেওয়ায় ২ জামায়াত নেতা গ্রেপ্তার
রোববার (৮ অক্টোবর) রাতে অ্যাডভোকেট মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমান নামে জেলা জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জামায়াতের ঝটিকা মিছিলের ২৪ ঘণ্টার মধ্যে দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) রাতে অ্যাডভোকেট মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমান নামে জেলা জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, রোববার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল করে জামায়াত। মিছিলে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঙ্গে অ্যাডভোকেট মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমান নেতৃত্ব দেন। রোববার রাতে তাদের দুজনকে শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং কেন্দ্রীয় আমির ডা. শফিকুল ইসলামসহ অন্য নেতাকর্মীর মুক্তির দাবিতে রোববার সকালে শহরের নিউ ঢাকা রোডে ঝটিকা মিছিল করে জামায়াত। মিছিলটি মালশাপাড়া কবরস্থান মোড়ে গিয়ে শেষ হয়। তড়িঘড়ি কর্মসূচি পালন শেষে স্টেডিয়াম রোড দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা চলে যান।