সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি অসম্ভব: দুদু

সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি অসম্ভব: দুদু
সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি অসম্ভব: দুদু

প্রথম নিউজ, ঢাকা : সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার  দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি মন্তব্য করেন। গ্যাস,বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।
এতে দুদু বলেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংসব করে বর্তমান আওয়ামী কর্তৃত্ববাদী সরকার এদেশের মানুষকে জিম্মি করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। তৈল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের অসহনীয় মূল্যবৃদ্ধি  জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। তিনি বলেন জনগণের মুক্তির জন্য এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য  আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি  হুমায়ুন কবির বেপারী, তাঁতী দলের যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজী, আরিফুর রহমান ও সাংস্কৃতিক দলের ভাইস চেয়ারম্যান আবু ইউনুস, কিশোরগঞ্জ জেলা সাংস্কৃতিক দলের আহবায়ক আলগীর হোসেন আলম ও জসিম মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: