সরকারের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড ফুটে উঠছে: নজরুল

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে লেবার পার্টির আয়োজনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নাই শীর্ষক আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন।

সরকারের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড ফুটে উঠছে: নজরুল
বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

প্রথম নিউজ, ঢাকা: পতনের আগে সরকারের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পতনের আগে টিকে থাকার জন্য সরকার যেসব চেষ্টা করবে তাদের সেই চেষ্টা জাতীয়তাবাদী শক্তিকে অতিক্রম করতে হবে। তাহলেই আমরা জয়লাভ করতে পারবো।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে লেবার পার্টির আয়োজনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নাই শীর্ষক আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য যে লড়াই করছি সেই লড়াইকে আরও বেগবান করতে হবে। এই লড়াইটা এত সহজ না। ওরা (আওয়ামীলীগ) এত অন্যায় গুম ও খুন করেছে, এত বেশি টাকা লুটপাট করেছে বিদেশে তার জন্য তাদের ভবিষ্যতে যে বিপদ সেই বিপদের কথা ভেবেই ভয় পায় তারা। পাশাপাশিজনগনের ক্রোধকেও ওরা ভয় পায়।’

কোন স্বৈরাচার সরকার অবৈধভাবে ক্ষমতা টিকে থাকতে পারেনি মন্তব্য করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, আইয়ুব খান পারেনি,হিটলার,মুসোলিন,এরশাদ পারেনি এই সরকার ও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

বিএনপির সমাবেশের আগে সরকার বাস, মিনিবাস, লঞ্চ, এমনকি রিকশা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে দাবি করে নজরুল ইসলাম বলেন, তারপরও জনতার স্রোত বন্ধ করা যাচ্ছে না। সরকার যতই বাধা দিচ্ছে, সমাবেশের আকার আরও বাড়ছে, জনগণের অংশগ্রহণ বাড়ছে।  অস্তিত্ব রক্ষায় সরকার ভয় পেয়ে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এজন্য তারা আবোল-তাবোল বলছে। সেসব কথা তাদেরকে মানুষের কাছে হাস্যকর হিসেবে পরিগণিত করছে। 

লড়াই করা সহজ নয় উল্লেখ করে এই শ্রমিক নেতা বলেন, সরকার এতো দুর্নীতি, অন্যায়, গুম, খুন করেছে, এত মিথ্যে মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এসব অপরাধের কারণে এখন তারা ভয় পায়। আরও বেশি ভয় পায় যে তারা এত টাকা পয়সা লুট করেছে, বিদেশে পাচার করেছে দেশের সর্বনাশ করেছে। 

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির সমাবেশ ঠেকাতে সরকার নিজেই ধর্মঘট ডেকেছে। কিন্তু জনস্রোত আটকানো যায়নি। ট্রলারে আগুন ধরিয়ে দিচ্ছে। বিএনপির অফিসে আগুন ধরিয়ে দিচ্ছে। কিন্তু মানুষকে ঠেকানো যায়নি। তারা নদী সাঁতরে, পায়ে হেঁটে এবং বাধা পেরিয়ে গণসমাবেশে যোগ দিয়ে সফল করেছেন।

লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom