সরকারকে কঠিন হতে হবে : অভিমত
প্রথম নিউজ, অনলাইন: একটা হলো, ইউরোপের শ্রমবাজারে যাওয়া সহজ নয় এবং সেখানে যে কেউ যেকোনো সময় যেতে পারে না—এটার একটা প্রচারণা করতে হবে। এই প্রচারণা সরকার গণমাধ্যমের মাধ্যমে করতে পারে। আরেকটি হলো, নিষেধাজ্ঞা ও শেষ মুহূর্তে তাদের আটকানোর একটা ব্যবস্থা করা উচিত। ইমিগ্রেশন কর্তৃপক্ষেরও তো একটি দায়িত্ব রয়েছে।
কারণ কর্মীরা যখন যান তখন তাঁদের ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় সুষ্ঠু তদন্ত করে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের যেতে না দেওয়া। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি, তাঁরা অনেকটা শান্ত প্রকৃতির মতো কাজ করে। অন্তত রাশিয়া বা ইউরোপের ক্ষেত্রে তাঁরা কঠিন হতে পারে।
অর্থাৎ এ সময় কর্মীদের জিজ্ঞাসাবাদ করা, তাঁদের সচেতন করা এবং যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সির বিষয়ে তদন্ত করা। এ ছাড়া রিক্রুটিং এজেন্সির ব্যাপারে একটা বার্তা থাকবে, যারা প্রক্রিয়া করে তারা যদি সঠিক শ্রমবাজারে কর্মী না পাঠায় তাদের লাল তালিকাভুক্ত ও নিবন্ধন বাতিল করতে হবে। এ বিষয় সরকারকে কঠিন হতে হবে। আর সাধারণ মানুষের জন্য প্রচারণাটাও নিশ্চিত করতে হবে।
অর্থাৎ নিষেধাজ্ঞা ও প্রচারণা দুটি বিষয়ে ব্যবস্থা নিতে হবে। ইউরোপের কোন কোন দেশে কর্মী পাঠানোর চেষ্টা চলছে সে বিষয় পূর্ণ তদন্ত প্রয়োজন। কারণ এটি বেসরকারিভাবে করা হয়। সরকারের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব দপ্তরের সমন্বয়ে একটি তদন্ত হওয়া দরকার। দেখতে হবে কোন জায়গা থেকে এই ভিসাগুলো আসছে বা নির্দিষ্ট কোনো শ্রমবাজারের অনুমোদন তাতে আছে কি না।
কারণ, সরাসরি তো রাশিয়া এই কর্মীদের নিচ্ছে না। এর জন্য যেই দেশে তাদের অনুমোদন থাকুক, সেগুলো পূর্ণ তদন্ত করে এই অনুমোদনগুলো বন্ধ করার ব্যবস্থা থাকা উচিত।