সরকার দেউলিয়া হতে বসছে: মান্না

আমদানি যদি করতে হয় ১০ টাকার, সরকারের ব্যবসায়ীরা সেটাকে বলে ১৬ টাকা। বাকি ৬ টাকা তারা পাচার করে।

সরকার দেউলিয়া হতে বসছে: মান্না

প্রথম নিউজ, ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, 'এখনও আমাদের যথেষ্ট পরিমাণে বিদেশ থেকে পণ্য আমদানি করতে হয়। আমদানি যদি করতে হয় ১০ টাকার, সরকারের ব্যবসায়ীরা সেটাকে বলে ১৬ টাকা। বাকি ৬ টাকা তারা পাচার করে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, 'করোনার সময় সরকার আমাদের সান্তনা দিয়েছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো আছে। আরো বেশি বেশি টাকা আসছে। যখন বৈদেশিক মুদ্রা কমার কথা তখন আরো বাড়ছে, সরকার মিথ্যা কথা বলে। তিনি আরও বলেন, 'সরকার জডিপি - রিজার্ভের কথা বলে আমাদের মিথ্যা তথ্য দেয়। বাংলাদেশে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে আর মাত্র ৫ থেকে ৬ মাস বিদেশি ব্যয় মিটাতে পারবে। এরপর আর ব্যয় মিটাতে পারবেনা। তার মানে সরকার দেউলিয়া হতে বসছে।'

মান্না বলেন, 'সরকারি ব্যাংক থেকে প্রতিবছর ৭০ হাজার থেকে এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়। এছাড়া হুন্ডির মাধ্যমে ও বিভিন্ন উপায়ে আরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। সরকার এ সম্পর্কে কিছু জানেনা। তিনি আরও বলেন, 'সরকারি ও আধা-সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ করে দিয়েছে কারণ তাদের কাছে বিদেশি ডলার নেই। আপনারা সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমন বন্ধ করেন কিন্তু মন্ত্রীরা কি পরিমাণ বিদেশ গেছেন কোনো প্রয়োজন ছাড়া তার হিসেব করেন। শুধু সরকারি কর্মচারীদের দোষ দিলে লাভ কি হবে।'

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, নাগরিক যুব ঐক্যের নেতারা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom