সেরা বাংলা ছবির পুরস্কার ছিনিয়ে নিল ‘অভিযাত্রিক’
অভিযাত্রিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়

প্রথম নিউজ, ডেস্ক: সেরা বাংলা ছবির পুরস্কার ছিনিয়ে নিল ‘অভিযাত্রিক’। ঘোষিত হল ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেখানে সেরা বাংলা ছবির শিরোপা পেল পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। অভিযাত্রিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়। ‘অভিযাত্রিক’ ছবি পেয়েছে সেরা সিনেম্যাটোগ্রাফি পুরস্কারও। পুরস্কার পেলেন চিত্রগ্রাহক সুপ্রতীম ভোল। এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার শিরোপা পেলেন অজয় দেবগণ। তাঁর অভিনীত তনহাজী ছবি পেয়েছে সেরা জনপ্রিয় ছবির পুরস্কার। অজয় দেবগণ ছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন দক্ষিণী অভিনেতা সূর্য। সেরা ছবির সম্মান কেড়ে নিল দক্ষিণী ছবি ‘সুরারাই পোত্রু’। সেরা হিন্দি ছবি হিসেবে বেছে নেওয়া হল ‘জুনিয়ার তুলসিদাস’। এই ছবির শিশু অভিনেতা বরুণ বুদ্ধদেব বিশেষ জুরি পুরস্কার জিতল। সামাজিক বিষয় নিয়ে তৈরি সেরা ছবির সম্মান পেয়েছে বাংলা ছবি ‘থ্রি সিস্টার’।
এদিকে, সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘সুরারাই পোত্রু’–র অভিনেত্রী অপর্ণা বালামুরালি। মরণোত্তর সেরা পরিচালকের সম্মান পেয়েছেন মালয়ালম পরিচালক সচ্চিদানন্দ কে আর। ‘এ কে আয়াপ্পানাম কোশিয়াম’ ছবির জন্য সেরা পরিচালকের সম্মান পেলেন তিনি। ‘এ কে আয়াপ্পানাম কোশিয়াম’-এর জন্য সেরা সহ–অভিনেতার শিরোপা পেলেন বিজু মেনন। লক্ষ্মীপ্রিয়া চন্দ্রমৌলী হলেন সেরা সহ–অভিনেত্রী।
সূত্র: আজকাল
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews