সাভারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ-ভাঙচুর, আটক ৩

গতকাল সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের শিমুলতলা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

সাভারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ-ভাঙচুর, আটক ৩
সাভারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ-ভাঙচুর, আটক ৩। প্রতিকী ছবি

প্রথম নিউজ, সাভার : সাভারের আশুলিয়ায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টাকালে ৩ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের শিমুলতলা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বিপ্লব (৩০), রাসেল (৩০) ও আলী রেজা (২৫)। তারা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশ জানায়, গতকাল সকালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের শিমুলতলা এলাকায় লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা সড়ক অবরোধসহ বিক্ষোভ ও বিশৃঙ্খলার চেষ্টা করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) রাজু মণ্ডল বলেন, সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে তেলের দাম বৃদ্ধির খবর পাওয়ায় গত শুক্রবার রাতেই সাভার-আশুলিয়ার পেট্রোল পাম্পগুলোতে তেল নেয়ার জন্য ভিড় জমায় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন পরিবহনের চালকরা। তবে এ সময় চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করার অভিযোগে বেশকিছু পাম্পে কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডার পাশাপাশি ভাঙচুরের ঘটনাও ঘটেছে উত্তেজিত চালকদের সঙ্গে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় টিএস সিএনজি, এলপিজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন লিমিটেড পাম্পে ভাঙচুরের অভিযোগ করেন পাম্প কর্তৃপক্ষ। টিএস পাম্পে তেল নিতে আসা গ্রাহকরা জানান, তেলের দাম বেড়ে যাওয়ার খবর প্রচার হওয়ার পর অনেকেই তেল নিতে আসলেও পাম্পের লোকজন তেল বিক্রি বন্ধ করে দেন। তখন উপস্থিত চালকদের সঙ্গে পাম্পের লোকজনের বাকবিতণ্ডা হয়।  টিএস পাম্পে তেল নিতে আসা দূরপাল্লার চালক আব্দুর রশিদ বলেন, দাম বৃদ্ধির কথা শুনে রাত সাড়ে ১০টার দিকে পাম্পে এসে দেখি কর্তৃপক্ষ তেল দিচ্ছে না। তখন অনেক চালকের সঙ্গে পাম্পের লোকজনের বাকবিতণ্ডা হয়। কাভার্ডভ্যান চালক মোতালেব বলেন, আমি নারায়ণগঞ্জ যাবো এ জন্য ১২ লিটার তেল লাগবে। রাত সাড়ে ৮টা থেকে এসে বসে আছি, কিন্তু পাম্পের লোকজন তেল দিচ্ছে না। তাহলে আমি কীভাবে সময়মত মাল পৌঁছাবো। ঘটনার প্রতিবাদ করলেও পাম্পের লোকজন কোনো কথা না বলে ভেতরে বসে হাসাহাসি করছিল।  

এ সময় তেল নিতে আসা অন্য গাড়ির চালকরা উত্তেজিত হয়ে যায়। তবে অভিযোগ অস্বীকার করে টিএস সিএনজি, এলপিজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন পাম্পের ম্যানেজার বলেন, তেলের দাম বাড়ার খবর পেয়েছি আমরা অনেক পরে। কিন্তু তেল দেয়া বন্ধ করিনি। তখন উত্তেজিত কয়েকজন আমাদের পাম্পের ক্যাশ কাউন্টারের গ্লাস ভাঙচুর করে। অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে সাভারের বিভিন্ন পাম্পে তেল না দেয়ার অভিযোগ করেছেন মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক ও বাস চালকরা।  এ সময় রাতেই নবীনগর-চন্দ্রা সড়কের চক্রবর্তী এলাকায় সড়কে নেমে আসেন গ্রহকরা। এ ছাড়া একই অভিযোগে সাভারের রেডিও কলোনি, থানা বাসস্ট্যান্ড, হেমায়েতপুরসহ বিভিন্ন পাম্পে তেল না দেয়ার অভিযোগ করেছেন মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক ও বাস চালকরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom