‘সাংবাদিকদের অনুকূলে রাখতে উপহার দেন ক্রিকেটাররা’

বিধ্বংসী মন্তব্য, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ও নানা অভূতপূর্ব ঘটনার জন্য পাকিস্তান ক্রিকেটের বেশ নামডাক রয়েছে

‘সাংবাদিকদের অনুকূলে রাখতে উপহার দেন ক্রিকেটাররা’

প্রথম নিউজ, ডেস্ক : বিধ্বংসী মন্তব্য, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ও নানা অভূতপূর্ব ঘটনার জন্য পাকিস্তান ক্রিকেটের বেশ নামডাক রয়েছে। মাঠের বাইরের এসব ঘটনায় তারা বেশিরভাগ সময় দখল করে নেন খবরের শিরোনাম। বছরের পর বছর ধরে দেশটির ক্রিকেটাঙ্গন নানা বিতর্কে জড়িয়ে পড়ছে। এবার তেমনই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন দেশটির নারী ধারাভাষ্যকার জয়নব আব্বাস।

দেশটির প্রখ্যাত এই ক্রীড়া উপস্থাপক ক্রিকেটার ও সাংবাদিকদের মধ্যে পক্ষপাতমূলক সম্পর্কের দিকে আঙুল তুলেছেন। তার মতে, পাকিস্তানের ক্রীড়া সাংবাদিকতায় পক্ষপাতিত্ব সংবাদ প্রকাশ ‘সাধারণ রীতি’তে (কমন রিচুয়াল) পরিণত হয়ে উঠেছে।


দেশটির সংবাদমাধ্যম জালমি টিভির একটি পডকাস্ট প্রোগ্রামে জয়নব আব্বাস এই মন্তব্য করেছেন। তিনি বলছেন, ‘আমি এই বিষয়টি নিশ্চিত যে খেলোয়াড়রা তাদের পক্ষে রাখতে নির্দিষ্ট কিছু সাংবাদিককে অনেক উপহার দিয়ে থাকে। এখানে এটি খুব সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। যার মাধ্যমে সামাজিক মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের অনেক ফলোয়ার তৈরি হয়ে যায়।’


‘আমি এই বিষয়টি নিশ্চিত যে খেলোয়াড়রা তাদের পক্ষে রাখতে নির্দিষ্ট কিছু সাংবাদিককে অনেক উপহার দিয়ে থাকে। এখানে এটি খুব সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। যার মাধ্যমে সামাজিক মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের অনেক ফলোয়ার তৈরি হয়ে যায়।’
পাকিস্তানি ক্রীড়া সঞ্চালক ও ধারাভাষ্যকার জয়নব আব্বাস
তিনি আরও বলেন, ‘এটি প্রভাবশালী খেলোয়াড়দের চর্চিত বিষয়। যদি কোনো উপহার না থাকে, তবে অবশ্যই কোনো টিকিটের মাধ্যমেও এ ধরনের লেনদেন চলে।’

তবে যাইহোক, এর জন্য কেবল খেলোয়াড়রাই নন, সাংবাদিকরাও যথাযথ সংবাদ প্রকাশ ও পক্ষপাতহীনতা বজায় রাখার ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া উচিত। কিন্তু এভাবে উপহার কিংবা অন্য কোনো সুবিধা ভোগের মাধ্যমে তাদের সেই দায়িত্বশীলতাকে ধ্বংস করে দেয়। এভাবে বিনিময় প্রথার মাধ্যমে সংবাদ প্রচার একধরনের দ্বন্দ্ব ও রিপোর্টিংয়ের প্রতি বিশ্বাসযোগ্যতার নষ্ট করে, যোগ করেন জয়নব আব্বাস।