সবুজবাগে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

সবুজবাগে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ এলাকায় ফাতেমা কানিজ (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আল আমিনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তার বেডরুমে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু ঘটনাটি তার বেডরুমে ঘটেছে আমরা ধারণা করছি ঘটনাটি তার স্বামী ঘটিয়েছে। আমরা তার স্বামী আল-আমিনকে আটক করে থানায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত সে হত্যা করেছে কিনা সে বিষয়টি স্বীকার করেননি তিনি। নিহত ফাতেমা কানিজ দুই সন্তানের জননী ছিলেন। সে তার স্বামীর নিজ বাড়িতে থাকতেন।