সবুজবাগে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর সবুজবাগ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর সবুজবাগ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি তিনি বালু-পাথরের ব্যবসা করতেন বলে জানা গেছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে সবুজবাগের মানিকদিয়া রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি একজন বালু-পাথর ব্যবসায়ী ছিলেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, আশপাশের লোকজনকে কাছ থেকে জানতে পারি ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। আমরা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছি। তিনি সবুজবাগ থানার সিমরাইল এলাকায় থাকতেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: