স্বেচ্ছাসেবক দলের মুসাব্বিরকে ‘গুম’ করে রাখা ভয়ানক সংকেত: রিজভী
‘গতকাল (সোমবার) সন্ধ্যায় মুসাব্বিরকে পুলিশ গ্রেফতার করে।
প্রথম নিউজ, ঢাকা : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের কোনো ‘হদিস’ না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘গতকাল (সোমবার) সন্ধ্যায় মুসাব্বিরকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু এখনো পর্যন্ত সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
রিজভী বলেন, ‘এই ঘটনা আতঙ্কজনক। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই নেতাকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত। রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই সরকার বিরোধী দল ও মতকে দমনে আরও হিংস্র রূপ ধারণ করেছে।’
তিনি বলেন, ‘এটি সবার কাছে দৃশ্যমান যে, আজিজুর রহমান মুসাব্বিরকে তেজগাঁও থানা পুলিশ গতকাল সন্ধ্যায় পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে যায়। মুসাব্বির পুলিশের কাছেই আছে। তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সব পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন।’
অবিলম্বে আজিজুর রহমান মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার দাবি জানান রুহুল কবির রিজভী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews