স্পর্শ করার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল বাবার নিথর দেহ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাঠে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মো. সালাউদ্দিন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

স্পর্শ করার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল বাবার নিথর দেহ

প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাঠে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মো. সালাউদ্দিন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে উপজেলার স্বর্ণদ্বীপে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত সালা উদ্দিন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মদিনা গ্রামের রেজাউল হকের ছেলে। 

স্থানীয়রা জানায়, কৃষক সালা উদ্দিন খুব ভালো মানুষ ছিলেন। জমি চাষাবাদ করতে তিনি হাতিয়ার স্বর্ণদ্বীপে বছর খানেক ধরে থাকছেন। বুধবার (২১ জুন) দুপুরে মাঠে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। রাত ১১ টার দিকে জানাজা শেষে সিডিএসপি বাজার জামে মসজিদের পাশে তাকে দাফন করা করা হয়। জানাজার ইমামতি করেন সিডিএসপি বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইউসুফ। জানাজায় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলা উদ্দিন, মো. মুরাদ হোসেন, মো. ইউনুসসহ স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। 

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ ঢাকা পোস্টকে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জমিতে কাজ করার সময় বজ্রপাতে সালা উদ্দিনের মৃত্যু হয়েছে। তিনি ছেলেকে বাড়িতে ভাত আনার জন্য পাঠান সালাউদ্দিন। ছেলে ভাত এনে দেখেন বাবা দাঁড়িয়ে আছেন কোনো নড়াচড়া করছেন না। ছেলে বাবাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঢাকা পোস্টকে বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।