স্পট মার্কেটে নিম্নমুখী এলএনজির দাম
বিশ্লেষকরা বলছেন, নর্ড স্ট্রিম ১ দিয়ে সরবরাহ আবারো শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ইউরোপে সরবরাহ কমে যাওয়ার যে উদ্বেগ, তা কিছুটা শিথিল হয়েছে।
প্রথম নিউজ ডেস্ক: এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমেছে। স্বল্পমেয়াদি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠায় বাজারদর নিম্নমুখী হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, নর্ড স্ট্রিম ১ দিয়ে সরবরাহ আবারো শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ইউরোপে সরবরাহ কমে যাওয়ার যে উদ্বেগ, তা কিছুটা শিথিল হয়েছে।
শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ার বাজারে অক্টোবরে সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির প্রাক্কলিত দাম ধরা হয়েছে ৫৪ ডলার ৫ সেন্ট। গত সপ্তাহের তুলনায় দাম ২২ দশমিক ৭ শতাংশ বা ১৬ ডলার কমেছে।
ট্রিডেন্ট এলএনজির ট্রেডিং অ্যান্ড অ্যাডভাইজরি বিভাগের গ্লোবাল হেড টোবি কপসন বলেন, বর্তমানে এলএনজির বাজার পশ্চাত্মুখী হতে শুরু করেছে। স্বল্পমেয়াদে এলএনজির মজুদ স্থিতিশীল হতে শুরু করেছে। পরিবর্তন লক্ষ করা যাচ্ছে ইউরোপের বাজারেও। এসব বিষয় এশিয়ার বাজার ও স্পট মার্কেটে মূল্যনির্ধারণে প্রভাব রাখছে। তিনি আরও বলেন, নর্ড স্ট্রিম ১ দিয়ে সরবরাহ শুরু হলে স্পট মার্কেটে এলএনজির দাম আরো কমে আসবে।
নর্ড স্ট্রিম ১ ব্যবহার করে রাশিয়া বাল্টিক সাগরের মধ্য দিয়ে জার্মানি ও এশিয়ার অন্যান্য দেশে এলএনজি সরবরাহ করে। বর্তমানে পাইপলাইনটি ২০ সক্ষমতায় এলএনজি সরবরাহ করছে। চলতি সপ্তাহের তিনদিন রক্ষণাবেক্ষণজনিত কারণে এটি বন্ধ ছিল। এর আগেও একই সক্ষমতায় সরবরাহ চলছিল। গত শনিবার পাইপলাইনটির কার্যক্রম আবারো শুরু হয়েছে।
তবে শুক্রবার রাশিয়া জানিয়েছে, নর্ড স্ট্রিম ১-এর মাধ্যমে গ্যাস সরবরাহ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ একটি মাত্র টারবাইন দিয়ে পাইপলাইনটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে আসন্ন শীতে ইউরোপে সরবরাহ নিয়ে বড় ধরনের সংকটের মধ্যে পড়তে পারে।
ডাটা ইন্টিলিজেন্স প্রতিষ্ঠান আইসিআইএসের ঊর্ধ্বতন বিশ্লেষক অ্যালেক্স সায়ো বলেন, ইউরোপে নর্ড স্ট্রিম পরিস্থিতির পাশাপাশি উত্তর এশিয়ার দেশগুলোয় বর্তমানে চাহিদা কিছুটা দুর্বল। ফলে এশিয়া ও ইউরোপের বাজার গ্যাসের দামে প্রতি এমএমবিটিইউ ১০ ডলারের ব্যবধান তৈরি হয়েছে।
অ্যালেক্স বলেন, আমরা মনে করছি, শুধু জাপান ও দক্ষিণ কোরিয়াই বাজার সক্রিয় রাখতে ভূমিকা পালন করছে। স্পট মার্কেটে চীনের সক্রিয় অবস্থান দেখা যাচ্ছে না। যদিও আমাদের প্রত্যাশা দেশটি আসন্ন শীতকে কেন্দ্র করে চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত স্পট এলএনজির ক্রয় বাড়াবে।
তিনি আরও বলেন, জাপান শিগগিরই বাজার থেকে সক্রিয় অবস্থান হারাবে। কারণ দেশটিতে এলএনজির মজুদ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। জাপানের কিছু মজুদাগারে এলএনজির সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার আগ পর্যন্ত দেশটি এলএনজি কেনা বন্ধ করে দিতে পারে। তবে চাহিদা ও ক্রয়ের বিষয়টি ভিন্ন ভিন্ন অঞ্চলের পরিস্থিতির ওপর নির্ভর করছে।
ইউরোপের বাজারে ১ সেপ্টেম্বর প্রতি এমএমবিটিইউ এলএনজি বিক্রি হয়েছে ৫৪ ডলার ৭৮ সেন্টে। গত ৩১ আগস্টের হিসাব অনুযায়ী, ইউরোপে গ্যাসের মজুদ ৮০ দশমিক ৩৫ শতাংশে অবস্থান করছে। আসন্ন শীতে অঞ্চলটির বাজারগুলো ভয়াবহ গ্যাস সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। ইউরোপের অভিযোগ, রাশিয়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews