সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলে আটক
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাশিয়া খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এ সময় আটককৃত জেলেদের ব্যবহৃত দুইটি নৌকা, ১শ কেজি চাল ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
প্রথম নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ৯ জেলেকে আটক করেছে বন বিভাগ।
গতকাল দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাশিয়া খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এ সময় আটককৃত জেলেদের ব্যবহৃত দুইটি নৌকা, ১শ কেজি চাল ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
আটককৃত জেলেরা হলেন- খুলনার কয়রা এলাকার শাহাদাত গাজী, কামরুল ইসলাম, ওবাইদুল্লাহ, মিজানুর রহমান, মেছের ঢালী, গোবরা এলাকার আব্দুল বারী সরদার, বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম ও খাস খালি এলাকার আব্দুল বারী।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন বলেন, সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ৯ জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হয়েছে।