সন্ত্রাস ও নিপীড়ন ছাড়া সরকারের টিকে থাকা কঠিন: সাইফুল হক
রোববার দুপুরে দলের রাজনৈতিক পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রথম নিউজ, অনলাইন: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিরোধীদের ওপর সন্ত্রাস ও নিপীড়ন ছাড়া এই সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন। সরকার মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে দমন-নিপীড়নের পথে নিয়ন্ত্রণে রেখে অনৈতিক ক্ষমতা প্রলম্বিত করতে চায়। এজন্য বিরোধীদের শান্তিপূর্ণ পদযাত্রাও সরকারি দলের হামলার শিকার হচ্ছে। এটা সরকার ও সরকারি দলের রাজনৈতিক দেউলিয়া দশার প্রমাণ। রোববার দুপুরে দলের রাজনৈতিক পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাইফুল হক বলেন, রাজনৈতিক দিক থেকে সরকার এতোটাই দৈন্য হয়ে পড়েছে যে নিজেদের নাক কেটে এখন তাদেরকে বিরোধীদের যাত্রাভঙ্গ করতে হচ্ছে। সরকার নিজেদের দখলদারিত্ব বজায় রাখতে যেয়ে সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে এবং দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, সরকারি সন্ত্রাস ও নিপীড়ন মোকাবেলা করেই মানুষ এবার তাদের ভোটের অধিকারসহ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে নিশ্চিত করবে।
তিনি আরো বলেন, সরকার ও সরকারি দলের দেউলিয়াত্বের প্রমাণ ঐতিহ্যবাহী বড় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ তাদের নিজেদের মধ্য থেকেও কোনো অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও পোড় খাওয়া রাজনীতিককে মনোনীত করতে পারলোনা। সরকারি দলের মন্ত্রী, এমপিদেরও রাষ্ট্রপতি পদের গুরুত্বপূর্ণ নির্বাচনে কোনো মতামত বা ভূমিকা রাখার অবকাশ নেই। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তেই যদি রাষ্ট্রপতি মনোনীত হোন, তাহলে সরকার বা সরকারি দলে গণতন্ত্রের সুযোগ কোথায়? তাদের মুখে গণতন্ত্রের কোনো বুলিও আর মানানসই থাকছে না। সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: