সেন্টমার্টিন দিয়ে দেওয়ার ধোঁকা জনগণ গ্রহণ করছে না : সাকি

সেন্টমার্টিন দিয়ে দেওয়ার ধোঁকা জনগণ গ্রহণ করছে না : সাকি

প্রথম নিউজ, ঢাকা : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, যুক্তরাষ্ট্রের আওয়াজ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের জায়গা পাচ্ছেন না। মানুষ আজ সত্যিই সংকটে। আমেরিকাকে সেন্টমার্টিন দিয়ে দেওয়ার যে ধোঁকা দেওয়া হচ্ছে, জনগণ সেটা গ্রহণ করছে না।

রোববার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বশক্তির একটা প্রভাব বলয়ের মধ্যে আমরা আছি। স্বার্থের ভিত্তিতে না গেলে হয়তো আমরা বিপদে পড়বো। কিন্তু এই সরকার তো নিজের গদি রক্ষার স্বার্থে পররাষ্ট্রনীতি তৈরি করে। ২০১৪ ও ১৮ এর নির্বাচনে তো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান তোলেনি তারা।

বিস্তারিত আসছে...