সেনা পাহারায় প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন রাজাপাকসে

অবশেষে সেনা পাহারায় সরকারি বাসভবন ছাড়তে হলো শ্রীলঙ্কার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে

সেনা পাহারায় প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন রাজাপাকসে
সেনা পাহারায় প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন রাজাপাকসে-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : অবশেষে সেনা পাহারায় সরকারি বাসভবন ছাড়তে হলো শ্রীলঙ্কার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে।

একাধিকবার ক্ষমতায় থাকা মাহিন্দার এবারের বিদায়টা হয়েছে নিতান্তই লজ্জার। গণবিক্ষোভের মুখে শেষ পর্যন্ত তাকে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে হয়েছে সেনা পাহারায়। খবর এএফপির।

মঙ্গলবার কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়েন মাহিন্দা রাজাপাকসে। এর আগে কয়েক হাজার বিক্ষোভকারী বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন।

তারা রাজধানীর ‘টেম্পল ট্রিজ’ বাসভবনের মূল দোতলা ভবনে হামলার চেষ্টা করেন। সেখানে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন।

শীর্ষস্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোরের আলো ফোটার আগে এক অভিযানে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। এ সময় প্রধানমন্ত্রীর বাসভবনে কমপক্ষে ১০টি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল।

মাহিন্দা রাজাপাকসেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার দেশটিতে সহিংস বিক্ষোভে কমপক্ষে পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন আইনপ্রণেতাও রয়েছেন।

বিক্ষোভকারীদের কবলে পড়ে তিনি নিজ গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিক্ষোভে আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন।এর আগে হাম্মানতোতায় রাজাপক্ষের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom