সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

নিহত আলম মিয়া ঘাটাইল উপজেলার ছুনুটিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।

সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলে আলম মিয়া (২৭) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুলাই) রাতে ঘাটাইল উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আলম মিয়া ঘাটাইল উপজেলার ছুনুটিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা আলম মিয়ার ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলম মিয়াকে ডাকাডাকি করে। তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে বৃহস্পতিবার পুলিশ আলম মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রাতের কোনো এক সময় চোর আলম মিয়ার ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করার সময় হয়তো আলম মিয়া ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।