দৈনিক দিনকাল পরিবারের পাশে বিএনপি’র মিডিয়া সেল : অবিলম্বে সরকারি আদেশ প্রত্যাহার দাবি
সরকারের নির্দেশে বিএনপির মুখপত্র ও বহুল প্রচারিত দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহদি উদ্দিন চৌধুরি এ্যানি।
প্রথম নিউজ ডেস্ক:সরকারের নির্দেশে বিএনপির মুখপত্র ও বহুল প্রচারিত দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহদি উদ্দিন চৌধুরি এ্যানি। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারি আদেশ প্রত্যাহার করে দৈনিক দিনকাল প্রকাশের সুযোগ দেওয়ার আহবান জানান। বিএনপির মিডিয়া সেলের নেতৃবৃন্দ আজ দৈনিক দিনকাল কার্যালয়ে এসে সাংবাদিকদের দাবির সঙ্গে সংহতি জানাতে এসে এসব দাবি জানান। এ সময় দৈনিক দিনকালের ব্যাবস্থাপনা সম্পাদক এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরি, মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালসহ দৈনিক দিনকালে কর্মরত সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, সরকারের নির্দেশেই বিএনপির মুখপাত্র ও জাতীয়তাবাদী প্রকাশনা দৈনিক দিনকালের ডিক্লারেশন ও মুদ্রণের ঘোষণাপত্র বাতিল করে দিয়েছে ডিসি। বর্তমান নিশিরাতের সরকারের অধীনে গণমাধ্যমের যে কোনো স্বাধীনতা নেই তা আবারও প্রমাণিত হলো। এ ঘটনা গনমাধ্যমকে গলা টিপে নিয়ন্ত্রন করার সর্বশেয প্রমান। এমনিতে গণমাধ্যমের কোন স্বাধীনতা নেই। সত্য প্রকাশ করলেই সাংবাদিকদের উপর নেমে আসে নির্যাতনের থড়গ। বর্তমান সরকার ক্ষমতায় বসার পর একের পর এক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা কালো আইনে মামলা। এমনকি গত ১৪ বছরে অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের সমালোচনা করে সংবাদ প্রকাশ করায় বিরোধী দলের একমাত্র পত্রিকা দিনকালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনা সরকারের চরম হিংসা চরিতার্থ করার বহিঃপ্রকাশ।পত্রিকাটি বন্ধের ফলে দেশে-বিদেশে সমালোচনার ঝড় বইছে। লাখ লাখ মানুষের কণ্ঠস্বর দৈনিক দিনকাল বন্ধের ফলে পত্রিকাটিতে কর্মরত হাজারো সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী বেকার হয়ে পড়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে দৈনিক দিনকালের প্রকাশনা ফিরিয়ে দেওয়ার আহবান জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: