সৌদি বাদশাহ হাসপাতালে

সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হাসপাতালে ভর্তি হয়েছেন

সৌদি বাদশাহ হাসপাতালে
সৌদি বাদশাহ হাসপাতালে-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৭ মে) জেদ্দার একটি হাসপাতালে শারিরীক পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি ভর্তি হন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) রোববার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বাদশা সালমান বিন আবদুল আজিজকে। তবে বিস্তারিত কিছু বলা হয়নি।

বাদশাহ সালমান, ইসলামের পবিত্র স্থানগুলোর সংরক্ষণকারী, ক্রাউন প্রিন্স এবং ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে দেড় থেকে দুই বছর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালে সালে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির শাসক হন তিনি।

৮৬ বছর বয়সী বাদশা সালমান বিন আবদুল আজিজ ২০২০ সালে পিত্তথলির অস্ত্রোপচার করেছিলেন এবং মার্চ মাসে তার হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে এসবের নিয়মিত চেকাপের অংশ হিসেবে বাদশা সালমানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom