স্কুলের উদ্দেশে বের হয়ে দুই বান্ধবী নিখোঁজ
নিখোঁজ দু্ই বান্ধবী হলো- দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের মো. সোহেল এর ১১ বছরের মেয়ে জান্নাত এবং একই এলাকার মো. বাবু মিয়ার একই বয়সের মেয়ে রাজিয়া।
প্রথম নিউজ অনলাইন: ঢাকার কেরানীগঞ্জে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়ে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রী ও তার বান্ধবী একসঙ্গে নিখোঁজ হয়েছে। নিখোঁজ দু্ই বান্ধবী হলো- দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের মো. সোহেল এর ১১ বছরের মেয়ে জান্নাত এবং একই এলাকার মো. বাবু মিয়ার একই বয়সের মেয়ে রাজিয়া। তাদের মধ্যে জান্নাত শুভাঢ্যা আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী এবং রাজিয়া স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন দুই শিশুর অভিভাবকরা।
জান্নাতের বাবা মো. সোহেল জানান, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় জান্নাত। শুভাঢ্যা উত্তর পাড়া দিয়ে স্কুলের দিকে যায় সে। স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় খুঁজতে বের হন তাদের অভিভাবকরা। স্কুলে গিয়ে জানা যায়, জান্নাত স্কুলে যায়নি। রাজিয়ার বাবা মো. বাবু জানান, মেয়ে সকালে আমার কাছে নাস্তার টাকা চেয়ে বাইরে যায়। এরপর থেকে সে নিখোঁজ। পরে জান্নাতের বাবা আর আমি স্কুলে গিয়ে দেখি স্কুল বন্ধ। এদিক সেদিক খোঁজাখুঁজি করে মেয়ের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি।
শুভাঢ্যা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা স্বপন আবুল হাসনাত জানান, ‘গতকাল আমার স্কুলের শিক্ষার্থী জান্নাত স্কুলের উদ্দেশে বের হয়ে স্কুলে আসেনি। পরে জানতে পারলাম সে ও তার বান্ধবী রাজিয়া নিখোঁজ। বিষয়টি উদ্বেগজনক।’ এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ‘বিষয়টি শুনেছি, আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: