স্কুল ছুটির পর শিক্ষার্থীদের ৩ ঘণ্টা দাঁড় করিয়ে রাস্তা উদ্বোধন

বুধবার (১২ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার বাশালিয়া-মাদারিয়া রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখেন খন্দকার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন।

স্কুল ছুটির পর শিক্ষার্থীদের ৩ ঘণ্টা দাঁড় করিয়ে রাস্তা উদ্বোধন

প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রা‌মের এক‌টি রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয় ছু‌টি পরও অ‌তি‌থি‌কে অভ্যর্থনা জানা‌তে শিক্ষার্থী‌দের বাধ্যতামূলক রাস্তায় দাঁড় করিয়ে রাখে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (১২ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার বাশালিয়া-মাদারিয়া রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখেন খন্দকার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক- শি‌ক্ষিকারাও উপ‌স্থিত ছিলেন।   প‌রে অনুষ্ঠা‌ন শে‌ষে বি‌কেল সা‌ড়ে ৬টায় শিক্ষার্থী‌দের আবার বিদ্যালয়ে নেওয়া পর তাদের ছু‌টি দেওয়া হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে যাওয়ার পথের রাস্তা উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন এমপি। তাই সেই অনুষ্ঠানে বাধ্যতামূলক থাকতে বলা হয়। প্রতিদিন ক্লাস শেষে সাড়ে ৩ টায় ছুটি হয়। আজও সাড়ে ৩টায় ছুটি দিয়ে ২ ঘণ্টার বেশি সময় এমপি স্যারকে স্বাগত জানাতে দাঁড় করিয়ে রাখা হয়।

খন্দকার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানোয়ার হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে কিছু সময়ের জন্য শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা হয়েছিল। কাউকে জোর করে নয়। যেসব শিক্ষার্থীরা এমন অভিযোগ করেছে তা ভুল বলছে। উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রেখে অতিথিকে সংবর্ধনা জানানোর সরকারি নির্দেশনা নেই। প্রধান শিক্ষকের এমন কাজে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বাশালিয়া-মাদারিয়া রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এল‌জিইডি)। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। 

এছাড়া অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হো‌সেন, উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তা‌হেরুল ইসলাম তোতা, উপ‌জেলা পরিষ‌দের ভাইস চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম বাবু, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু প্রমুখ।