সিএনজি থেকে চাঁদা আদায়, চালকদের আন্দোলনে পোস্তগোলা ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ
প্রথম নিউজ, ঢাকা: সিএনজিপ্রতি ৬০ টাকা চাঁদা আদায় বন্ধে পোস্তগোলা ব্রিজ এলাকায় আন্দোলন করছেন চালকরা। এতে পোস্তগোলা ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ আছে। প্রায় ৪০০ সিএনজিচালক জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চলা আন্দোলন এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রত্যেক সিএনজি থেকে ৬০ টাকা করে আদায় করছে, যা কোনো সিএনজিচালক দিতে রাজি নন। বর্তমানে বর্ধিত চাঁদা চাওয়ার কারণে সব সিএনজিচালক একত্রিত হয়ে পোস্তগোলা ব্রিজ বন্ধ রেখেছেন। ফলে ঢাকা নগরী থেকে পোস্তগোলা ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে চালকদের শান্ত করে ব্রিজে যানচলাচল স্বাভাবিক করতে বাড়তি পুলিশ সেখানে কাজ করছে। থানা পুলিশ বলছে, চালকরা দাবি করছেন তারা ৬০ টাকা চাঁদা দিতে রাজি নন। তাদের অনেক বুঝিয়েও সড়ক থেকে তোলা যায়নি।
শ্যামপুর থানার পরিদর্শক (অপারেশনস্) রেজাউল করিম বলেন, ‘চালকরা অবরোধ করেছেন। পুলিশ সেখানে আছে।’