চাকরি স্থায়ীর দাবিতে কমলাপুরে গেটকিপারদের অনশন
অনশন আহ্বানকারী সংগঠনের নেতা মো. আল মামুন বলেন, দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলনে প্রায় এক হাজার ব্যক্তি অংশ নিয়েছেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কমলাপুর রেলস্টেশনে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও রেলপোষ্য এবং রেলওয়ের গেটকিপার রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চলের শ্রমিকেরা। বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের এক হাজার ৮৮৯ গেটকিপারের চাকরি স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
অনশন আহ্বানকারী সংগঠনের নেতা মো. আল মামুন বলেন, দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলনে প্রায় এক হাজার ব্যক্তি অংশ নিয়েছেন। জানা গেছে, আন্দোলন চলাকালে অনশনকারীদের সঙ্গে কথা বলেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর আলম। চাকরি স্থায়ীর প্রক্রিয়া চলছে জানালেও জাহাঙ্গীর আলমের ঘোষণায় আশ্বস্ত হতে পারেননি অনশনকারীরা।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ এবং ‘বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। পাশাপাশি একনেক সভার নির্দেশনাক্রমে পূর্বাঞ্চলে ৮২৯ ও পশ্চিমাঞ্চলে ৮৫১ জনকে গেটকিপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাই প্রকল্প দুটির আওতায় সংস্থানকৃত গেটকিপারদের রাজস্ব খাতে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: