‘ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের’ অভিযোগে ১২ দলীয় জোট থেকে এনডিপি বাদ

আজ বৃহস্পতিবার দুপুরে ১২ দলীয় জোটের সমম্বয়ক সৈয়দ এহসানুল বিযয়টি নিশ্চিত করেছেন।

‘ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের’ অভিযোগে ১২ দলীয় জোট থেকে এনডিপি বাদ

প্রথম নিউজ, ঢাকা: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গঠিত সমমনা দলগুলোর প্ল্যাটফর্ম ১২ দলীয় জোট থেকে শরিক দল এনডিপিকে বাদ দেয়া হয়েছে। জোটের শৃঙ্খলা ভঙ্গ এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে দলটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ১২ দলীয় জোটের সমম্বয়ক সৈয়দ এহসানুল বিযয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে এনডিপি একটি হোটেলে আলোচনা সভার নামে কয়েকটি রাজনৈতিক দলের ভগ্নাংশকে নিয়ে একটি বৈঠক করে। সেখানে এনডিপির নেতা ক্বারী মো. আবু তাহের চলমান আন্দোলনকে ব্যাহত করতে চক্রান্তমূলক বক্তব্য দেন।

সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘জরুরি এক সভায় জোটের ১১টি দল ক্বারী মো. আবু তাহেরের নেতৃত্বাধীন এনডিপিকে সর্বসম্মতিতে জোট থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ক্বারী মো. আবু তাহের ও এনডিপির সঙ্গে শরিক দলগুলোর কোনো জোটগত সম্পর্ক থাকবে না।’

জোট নেতাদের অভিযোগ, ক্বারী আবু তাহের জোট শরিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে বেশকিছু দলকে আমন্ত্রণ জানিয়ে জোট সম্প্রসারণের বিষয়ে ঢাকার একটি হোটেলে নৈশভোজের আয়োজন করেন। সংবাদমাধ্যমে এ খবর প্রচার হলে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়।

সংবাদমাধ্যমে জানা যায়, ক্বারী আবু তাহের তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি পরস্পর বিরোধী অবস্থানে। আমরা চাচ্ছি একটি শান্তিপূর্ণ সমাধান বের করতে। আমরা চাই, ১২ দলীয় জোট ছেড়ে ৩৫ থেকে ৪০টি দল নিয়ে নতুন জোট গঠন করতে। ১২ দলীয় জোট নেতারা বলছেন, ক্বারী মো. আবু তাহেরের এমন বক্তব্য জোটের রাজনৈতিক কর্মকাণ্ডের বিপরীত। এই ঘটনা সার্বিকভাবে জোটের শৃঙ্খলা ভঙ্গ এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভেঙে যাওয়ার পর ওই জোটের দলগুলো নতুন প্ল্যাটফর্ম হিসেবে ১২টি দল মিলে গড়ে তোলে ১২ দলীয় জোট। ২০২২ সালের ২২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ হয়। ১২ দলীয় জোটে থাকা দলগুলো হচ্ছে- জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, এলডিপি (একাংশ), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, এনডিপি, বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট (একাংশ), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ সাম্যবাদী দল (একাংশ), আবুল বাংলাদেশ ইসলামিক পার্টি।