শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা
প্রথম নিউজ, ঢাকা: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহী উদ্দিনের নেতৃত্বে ডিআরইউর সদস্যরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ), কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান (হাবিব রহমান), ফারহানা ইয়াছমিন (জুঁথী), সাঈদ শিপন, রফিক মৃধা ও মো. শরীফুল ইসলাম।
পুষ্পস্তবক অর্পণ শেষে ডিআরইউ'র পক্ষ থেকে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বলেন, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত যারা বিদেশে পলাতক আছেন, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে।