শিশুকে নিয়ে পালালেন বাবা, উদ্ধার করল পিবিআই
তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৩০ জুলাই) রাতে পিবিআইয়ের উপ পরিদর্শক (এসআই) মো. মোর্শেদ আলমের নেতৃত্বে একটি দল খাগড়াছড়ি রামগড় থানার ওয়াইফা পাড়ার পাহাড়ি এলাকা থেকে শিশু আরহাম মজুমদারকে উদ্ধার করে।
প্রথম নিউজ, ফেনী: স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না মজুমদারের। তাই গত ১০ জুলাই ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে ২ বছরের শিশু আরহাম মজুমদারকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যান বাবা। দুধের শিশু আরহামকে হারিয়ে দিশেহারা হয়ে আদালতে অভিযোগ দিয়ে ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে এ ব্যাপারে সহযোগিতা কামনা করেন মা নিলুফা। অভিযোগ পেয়ে শিশু আরহামের সন্ধান বের করতে অভিযান শুরু করেন পিবিআই সদস্যরা। এ ঘটনায় বাবা এয়ার আহাম্মদ মজুমদারকে আটক করা হয়েছে। তিনি ফেনী সদরের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা।
তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৩০ জুলাই) রাতে পিবিআইয়ের উপ পরিদর্শক (এসআই) মো. মোর্শেদ আলমের নেতৃত্বে একটি দল খাগড়াছড়ি রামগড় থানার ওয়াইফা পাড়ার পাহাড়ি এলাকা থেকে শিশু আরহাম মজুমদারকে উদ্ধার করে। পরে সোমবার (৩১ জুলাই) আরহামকে মায়ের কোলে ফিরিয়ে দেন তারা।
পিবিআই ফেনীর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, বাচ্চাকে ফিরে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন মা নিলুফা। পিবিআই ও ফেনীর জন্য এটি ছিল অভূতপূর্ব সাফল্য। আইনানুগ সহযোগিতা প্রদানে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।